Kotobar Bhebechhinu Lyrics is a Bengali song release in (2022). The song was sung by Mekhla Dasgupta. Kotobar Bhebechhinu Song Lyrics are penned by Rabindranath Tagore and the song label is Mekhla Dasgupta. While the music was composed by Rabindranath Tagore.
Song Credits:
Singer | Mekhla Dasgupta |
Songwriter | Rabindranath Tagore |
Music | Rabindranath Tagore |
Arrangement | Devjit Roy |
Studio | S V Creative studio |
Label | Mekhla Dasgupta |
Kotobar Bhebechhinu Lyrics:
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমারে কব প্রণয়ের কথা
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী
কেহ জানিবে না মোর গভীর প্রণয়
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়
আপনি আজিকে যবে শুধাইছ আসি
আপনি আজিকে যবে শুধাইছ আসি
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া