Mone Pore Ruby Roy Lyrics is a Bengali released in (1971). The song was sung by R.D. Burman. The cover version of the Song is Sung by Arijit Singh, A.I. Razu, and Miftah Zaman, And the Unplugged Female Version Song Is Sung by Dristy Anam. Mone Pore Ruby Roy Song Lyrics are penned by Sachin Bhowmick and the song label is Saregama. While the music was composed by Rahul Dev Burman.
Song Credits:
Singer | R. D. Burman |
Songwriter | Sachin Bhowmick |
Music | Rahul Dev Burman |
Label | Saregama |
Mone Pore Ruby Roy Lyrics:
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
দ্বীপ জ্বলা সন্ধ্যায়,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি,
ও পাখি সেতো আসে নি, তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি,
আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
মনে পড়ে রুবি রায়,
মনে পড়ে রুবি রায় …